
বিশেষ প্রতিবেদকঃ মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শুধু চিকিৎসা ব্যবস্থা নয়, প্রয়োজন সামাজিক সচেতনতা ও পারস্পরিক সহানুভূতি— এমন মন্তব্য করেছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। তারা মনে করেন, মানসিক স্বাস্থ্য এখন সময়ের গুরুত্বপূর্ণ ইস্যু, যা উপেক্ষা করা হলে সমাজে অস্থিরতা ও একাকিত্ব বাড়বে।
গণশিক্ষা উপদেষ্টারা জানান, অনেক ক্ষেত্রেই মানসিক অসুস্থতা নিয়ে মানুষের ভুল ধারণা, লজ্জা ও ভয় এখনো বড় প্রতিবন্ধকতা হয়ে আছে। তাই স্কুল, কলেজ ও কর্মস্থলে মানসিক স্বাস্থ্য বিষয়ক শিক্ষা ও কাউন্সেলিং কার্যক্রম চালু করা অত্যন্ত জরুরি।
এক বিশেষজ্ঞ বলেন, “মানসিক স্বাস্থ্যসেবা কেবল চিকিৎসকদের দায়িত্ব নয়, বরং এটি একটি সামাজিক আন্দোলন হওয়া উচিত। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবেশ তৈরি করলেই মানুষ নিজের মানসিক অবস্থার কথা সহজে প্রকাশ করতে পারবে।”
এছাড়া বক্তারা সরকারি ও বেসরকারি উদ্যোগে মানসিক স্বাস্থ্যসেবা কেন্দ্র সম্প্রসারণ, পরামর্শ সেবা সহজলভ্য করা এবং গণমাধ্যমে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
তারা আরও বলেন, মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া মানে শুধু অসুস্থতার চিকিৎসা নয়, বরং নিজের ও অন্যের সুখী জীবনের ভিত্তি গড়ে তোলা।
1 thought on “বিশেষজ্ঞদের মত: মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজন সামাজিক সচেতনতা ও সহানুভূতি”