
খেলাধুলা ডেস্কঃ নারী বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেও মাত্র ৭ রানের ব্যবধানে হেরে গেলেন নিগার সুলতানারা। এর ফলে এবারের বিশ্বকাপে হারের বৃত্ত থেকে আর বের হওয়া হলো না টাইগ্রেসদের।
মুম্বাইয়ে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ৪৮.৪ ওভারে ২০২ রানে অলআউট হয় শ্রীলঙ্কা নারী দল। তাদের পক্ষে সর্বোচ্চ ৮৫ রান করেন হার্শিতা মাধাবী পেরেরা। বাংলাদেশের হয়ে স্বর্ণা আক্তার ২৭ রানে ৩ উইকেট এবং রাবেয়া খান ৩৯ রানে ২ উইকেট নেন।
২০২ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দ্বিতীয় ওভারে রুবাইয়া হায়দার ঝিলিক শূন্য রানে ফেরেন, আরেক ওপেনার ফারজানা হক করেন মাত্র ৭ রান। চাপের মধ্যে অধিনায়ক নিগার সুলতানা ও শারমিন আক্তার মিলে ৬৪ রানের জুটি গড়েন। তবে চোটের কারণে সুপ্তাকে মাঠ ছাড়তে হয়।
নিগার জ্যোতি একপ্রান্ত আগলে রেখে ৭৭ রানের লড়াকু ইনিংস খেলেন। কিন্তু শেষ ওভারে প্রয়োজন ছিল মাত্র ৯ রান। চামারি আতাপাত্তুর প্রথম বলেই এলবিডব্লিউ হন রাবেয়া, এরপর রান আউট হন নাহিদা, আর জ্যোতি ফেরেন তৃতীয় বলে। সেই ধাক্কা আর সামাল দিতে পারেনি বাংলাদেশ। ম্যাচটি হারতে হয় ৭ রানে, থেমে যায় সেমিফাইনালের স্বপ্ন।
এর আগে বল হাতে ইনিংসের প্রথম বলেই উইকেট তুলে নেন মারুফা আক্তার। তবে চামারি আতাপাত্তু (৪৬) ও পেরেরার (৮৫) গুরুত্বপূর্ণ জুটিতে লড়াইয়ে ফেরে শ্রীলঙ্কা।
এই হারে নারী বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো বাংলাদেশ নারী দলকে। তবে ম্যাচজুড়ে তাদের লড়াই ছিল প্রশংসার দাবি রাখে।