
বিশেষ প্রতিবেদকঃ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার পার্লামেন্ট নেসেটে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে একদিনে গাজার ওপর ১৫৩ টন বোমা বর্ষণের কথা জানিয়েছেন। তিনি বলেন, “শক্তিশালী হওয়ার মাধ্যমেই শান্তি সম্ভব। আমাদের এক হাতে অস্ত্র থাকে, অন্য হাতে শান্তির বার্তা। দুর্বলের সঙ্গে নয়, বলমানের সঙ্গেই শান্তি হয়। আজ ইসরায়েল আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী।”
গাজায় বিমান হামলায় দুই সৈন্য নিহত, হামাসের অস্বীকার
গাজায় অজ্ঞাত এক আক্রমণে দুই ইসরায়েলি সৈন্য নিহত হওয়ার ঘটনায় ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়েছে। যদিও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস তাদের কোনো সংশ্লিষ্টতা অস্বীকার করেছে।
মার্কিন শীর্ষ পর্যায়ের বৈঠক
যুক্তরাষ্ট্র-প্রস্তাবিত যুদ্ধবিরতি পণ্ড হওয়ার আশঙ্কার মধ্যেই নেতানিয়াহু সোমবার মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠক করেছেন। নেতানিয়াহুর কার্যালয়ের মুখপাত্র জানান, তারা এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি ও উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন।
মার্কিন ভাইস প্রেসিডেন্টের ইসরায়েল সফর
মুখপাত্র আরও জানিয়েছেন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং তার স্ত্রী কয়েকদিনের সফরে ইসরায়েল আসছেন। নেতানিয়াহু নিজেই মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া এই সফর নিশ্চিত করেছেন। তিনি পার্লামেন্টে বলেছেন, “ভাইস প্রেসিডেন্ট আসবেন এবং আমরা নিরাপত্তা চ্যালেঞ্জ ও কূটনৈতিক সুযোগ নিয়ে আলোচনা করব। আমরা চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠব এবং সুযোগগুলো কাজে লাগাব।”