
নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের (রুয়াপ) কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটি নির্বাচন-২০২৫ স্থগিত করেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজউকের প্রধান নির্বাচন কমিশনার ও সদস্য (এস্টেট ও ভূমি) শেখ মতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শনিবার ভোট গ্রহণের কথা থাকলেও, তা আপাতত স্থগিত করা হয়েছে।
এ বিষয়ে রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট ব্লক-এ মালিক কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম বলেন, নির্বাচন স্থগিত করা ছিল একেবারেই প্রয়োজনীয়। কারণ, সোসাইটি অ্যাক্ট অনুযায়ী এখনো রুয়াপ সোসাইটি (ব্লক-এ) গঠিত হয়নি এবং সব ফ্ল্যাট মালিকের সম্মতিতে গঠনতন্ত্রও অনুমোদিত হয়নি।
তিনি আরও জানান, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা মাত্র এক দিনের প্রস্তুতির সময় পেয়েছিলেন। ফলে প্রায় সাড়ে পাঁচ হাজার ভোটারের কাছে অল্প সময়ে পৌঁছানো তাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল।