
কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ শহরের নীলগঞ্জ সড়কে ঈশাখাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পেছনে এক ভাড়াটিয়ার বাসায় গেট ও দরজার তালা কেটে চুরির ঘটনা ঘটেছে। রবিবার (২০ অক্টোবর) সকাল ১০টা ১৩ মিনিটে এই ঘটনা ঘটে। চোরের হাত থেকে রক্ষা পায়নি বাসার ভেতরে থাকা ১৩ ভরি স্বর্ণালংকার ও প্রায় ৮ লাখ টাকা।
চুরি হওয়া বাসাটির দোতলায় ভাড়া থাকেন আমেনা মেমোরিয়াল ডায়াগনস্টিক সেন্টারের মালিক মো. মিজানুর রহমান (৩৮)। ঘটনার সময় তিনি তার প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং তার স্ত্রী সন্তানদের নিয়ে দুই দিন আগে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন। খালি বাসা পেয়ে পরিকল্পিতভাবে এ চুরির ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা—এমনটাই ধারণা পুলিশের।
কী কী নিয়েছে চোর?
মিজানুর রহমান জানান, “চোরেরা বাসার মূল গেট ও দরজার তালা ভেঙে ভেতরে ঢোকে। আলমারির তালা ভেঙে শুধুমাত্র স্ত্রীর ১৩ ভরি স্বর্ণালংকার ও নগদ প্রায় ৮ লাখ টাকা নিয়ে গেছে।”
তবে চোরেরা ঘরের অন্যান্য জিনিস তছনছ করলেও অন্য কিছু নেয়নি বলে জানান তিনি। চুরি হওয়া স্বর্ণালংকারের বাজারমূল্য আনুমানিক ২৩ লাখ টাকা বলে দাবি করেছেন ভুক্তভোগী।
সিসিটিভিতে ধরা পড়েছে চোর!
ঘটনার সময় বাসার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে চোরের উপস্থিতি। ফুটেজে দেখা গেছে, “মাথায় সাদা টুপি, হাফহাতা শার্ট ও প্যান্ট পরা মধ্যবয়সী এক ব্যক্তি গেট দিয়ে ভেতরে ঢুকছেন। কিছুক্ষণ পর তিনি হাতে একটি ব্যাগ নিয়ে বেরিয়ে যান।”
মামলা ও তদন্ত
চুরির ঘটনার পরপরই কিশোরগঞ্জ মডেল থানায় মামলা করেন মিজানুর রহমান। মামলাটি তদন্ত করছেন উপ-পরিদর্শক (এসআই) রবিউল হাসান।
তিনি বলেন, “আমরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছি। চোর একা কাজ করেছে নাকি ভেতরের কেউ জড়িত, সেটাও তদন্ত করে দেখা হচ্ছে। সন্দেহভাজন হিসেবে বাসার কাজের লোকের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। চোরকে ধরতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
স্থানীয়দের মধ্যে উদ্বেগ
দিবালোকে শহরের ভেতরে এমন চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তারা দ্রুত চোর শনাক্ত ও গ্রেফতারের দাবি জানিয়েছেন।