
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের বাড়ির ছাদে শুকানো হচ্ছিল বিপুল পরিমাণ গাঁজা। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ওই বাড়ির ছাদ ও আশপাশ থেকে মোট ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে। এ সময় মো. কাউছার (৩০) নামে একজনকে আটক করা হলেও অভিযুক্ত ইউপি সদস্য নুরুল ইসলাম পালিয়ে গেছেন।
সোমবার (২১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ।
কীভাবে উদ্ধার হলো গাঁজা?
ওসি জানান,“নুরুল ইসলাম মেম্বারের বাড়িতে গাঁজা মজুত করা হয়েছে—এমন তথ্য পেয়ে পুলিশের একটি দল অভিযান চালায়। এসআই মেহেদী হাসান জুয়েল, এএসআই সামছুদ্দিন ও সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেন। অভিযানে বাড়ির পুকুরপাড়ের বাঁশঝাড় থেকে ৪০ কেজি এবং বাড়ির ছাদ থেকে আরও ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।”
ছাদে প্লাস্টিক বিছিয়ে গাঁজাগুলো শুকানো হচ্ছিল বলে জানান তিনি।
আটক ও পলাতক
ঘটনাস্থল থেকে মো. কাউছার (৩০) নামে একজনকে আটক করা হয়েছে। তিনি উপজেলার উত্তর শশীদল গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে।
অন্যদিকে, অভিযুক্ত ইউপি সদস্য নুরুল ইসলাম পুলিশের উপস্থিতির খবর পেয়ে আগেই পালিয়ে যান। পুলিশ জানায়, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
মামলা ও পরবর্তী পদক্ষেপ
ওসি সাজেদুল ইসলাম বলেন,“গাঁজা উদ্ধারের ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”
এলাকাবাসীর প্রতিক্রিয়া
একজন ইউপি সদস্যের বাড়িতে এত বড় মাদকের চালান উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।