
বিনোদন ডেস্কঃ পাকিস্তানি বিনোদন অঙ্গনের অন্যতম জনপ্রিয় মুখ হানিয়া আমির জিতে নিয়েছেন গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড। সম্প্রতি বাংলাদেশ সফর শেষ করে ফেরার পর তিনি অংশ নেন হাম অ্যাওয়ার্ডস-এ, যেখানে পুরস্কার গ্রহণের সময় তাঁর আবেগঘন বক্তব্য আর অনন্য উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে। নীল ঝলমলে পোশাকে হাম অ্যাওয়ার্ডসের লাল গালিচায় হাজির হন হানিয়া। সদা হাস্যোজ্জ্বল এই অভিনেত্রী মঞ্চে উঠে চিরচেনা ভঙ্গিমায় সবাইকে সালাম জানিয়ে শুরু করেন তাঁর হৃদয়ছোঁয়া বক্তব্য। বক্তব্যে তিনি বলেন, “আমি আমার পরিবার, বন্ধুদের ধন্যবাদ দিতে চাই—তারা আমার পরিবারের মতোই। আর আমার ভক্তরা? তারা তো পৃথিবীর সবচেয়ে মিষ্টি মানুষ, তারাও আমার পরিবারের অংশ।” পুরস্কার গ্রহণের অনুভূতি জানিয়ে হানিয়া আরও বলেন, “অনলাইন হোক বা সামনাসামনি—আপনারা যে ভালোবাসা দেখান, তার জন্য আমি কৃতজ্ঞ। এই পুরস্কার আমার জন্য অনেক বড় আনন্দের। আন্তর্জাতিক অঙ্গনে যাঁরা নিজেদের অবস্থান তৈরি করেছেন, তাঁদের স্বীকৃতি দিতেই গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড। এটা পেয়ে আমি গর্বিত।” অভিনয় দক্ষতা, ক্যারিশমা ও ধারাবাহিক পরিশ্রমের মাধ্যমে শুধু পাকিস্তান নয়, আন্তর্জাতিক বিনোদন জগতেও নিজের একটি শক্ত অবস্থান তৈরি করেছেন হানিয়া আমির। নাটক, সিনেমা ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর জনপ্রিয়তা তাঁকে ইতোমধ্যেই গ্লোবাল সেনসেশনে পরিণত করেছে।