
এসএম বদরুল আলমঃ জ্ঞাত আয়বহির্ভূত প্রায় ২০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে সাবেক সংসদ সদস্য ও বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১–এ সংস্থাটির উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।
অভিযোগপত্রে বলা হয়, মাহী বি চৌধুরী তাঁর দাখিল করা সম্পদ বিবরণীতে ৯ কোটি ৬৮ লাখ টাকার বেশি সম্পদের তথ্য গোপন করেছেন। পাশাপাশি তিনি প্রায় ২০ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন বলে দুদকের অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে দুদক আইন ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা করা হয়েছে।
মাহী বি চৌধুরী প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর ছেলে। বদরুদ্দোজা চৌধুরী রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মুন্সিগঞ্জ-১ আসনে উপনির্বাচনে সংসদ সদস্য হন মাহী বি চৌধুরী। পরে ২০১৮ সালে তিনি আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে আবারও সংসদ সদস্য নির্বাচিত হন।