
বিনোদন ডেস্কঃ দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু অবশেষে চার বছর পর নীরবতা ভেঙে মুখ খুললেন নিজের জীবনের কঠিন অধ্যায় নিয়ে। জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে দীর্ঘদিনের প্রেম, বিয়ে এবং হঠাৎ বিচ্ছেদের পর সামান্থা যে সময়টার মধ্য দিয়ে গিয়েছেন, তা ছিল অত্যন্ত যন্ত্রণাদায়ক ও সংগ্রামী। এরই মাঝে তিনি আক্রান্ত হন জটিল অটোইমিউন রোগ মায়োসাইটিসে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সামান্থা বলেন, “আমি সবসময় বাস্তবটাই তুলে ধরতে চেয়েছি। যারা আমাকে অনুসরণ করেন, তারা জানেন আমি কী ধরনের সংগ্রামের মধ্যে দিয়ে গিয়েছি। বিবাহবিচ্ছেদ এবং অসুস্থতা—সবই আমি জনসমক্ষে এনেছি।”
তিনি আরও জানান, বিচ্ছেদের পর থেকে তার প্রতিটি পদক্ষেপ ছিল মানুষের কড়া নজর ও বিশ্লেষণের মধ্যে। নিজের প্রতি শতভাগ সৎ থাকার পরও তাকে বিভিন্ন ট্রল, কটাক্ষ এবং কঠিন প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হয়েছে। সামান্থার ভাষায়, “অনেকে ট্রল করেছেন, অনেকে নিজের মতামত দিয়েছেন। আমি নিখুঁত নই, আমার ভুল হতে পারে। আমি হোঁচট খেতে পারি। কিন্তু আমি চেষ্টা করছি আরও ভালো হওয়ার।”
বিচ্ছেদের পর প্রাক্তন স্বামী নাগা চৈতন্য যখন নিজের জীবন নতুন করে গুছিয়ে নিচ্ছিলেন, ঠিক তখনই সামান্থা অভিনয় থেকেও বিরতি নেন। ব্যক্তিগত কষ্টের সঙ্গে লড়াই করেই তিনি কাটিয়েছেন কয়েক বছর। তবে আজ, এই দীর্ঘ বিরতি শেষে আবার নিজের কথা বলার জায়গা তৈরি করেছেন অভিনেত্রী।
অভিনয় থেকে কিছুটা দূরে থাকলেও, সামান্থা সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন চ্যারিটি কার্যক্রমে সক্রিয় রয়েছেন। তার অনুরাগীরা মনে করছেন, এই খোলামেলা বক্তব্য তার জীবনে নতুন অধ্যায়ের ইঙ্গিত হতে পারে।