
ক্রীড়া ডেস্কঃ বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের শেষ ম্যাচটি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলতে চেয়েছেন, যদিও গত এক বছরে বাংলাদেশের জার্সিতে তিনি কোনো ম্যাচ খেলেননি।
ক্রিকবাজকে কদিন আগে দেওয়া এক সাক্ষাৎকারে এই ইচ্ছের কথা জানিয়ে সাকিব বলেন, ‘অবশ্যই ১০০ পারসেন্ট (মিরপুরে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলা)। আমার চেয়েও এটা ভক্ত-সমর্থকদের কাছে অনেক বড় ব্যাপার। যদি এমনটা হয়, তাহলে আমার জীবনের সবচেয়ে ভালো কিছু হবে।’ একই সঙ্গে, ১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে বহু রেকর্ডের মালিক সাকিব দাবি করেন, কোনো সংস্করণ থেকেই আনুষ্ঠানিকভাবে তিনি এখনও অবসর নেননি।
গত ১২ মাসে বাংলাদেশের জার্সিতে তার খেলা না হলেও, ‘মানুষের যার যার ভাবনা থাকতে পারে। আমি এটা নিয়ে চিন্তিত না। মানুষ কী ভাবছে আমার ব্যাপারে, সেটা নিয়ে আমি কিছু মনে করি না,’—এই বলে সাকিব তার সম্পর্কে প্রচলিত ‘রেকর্ড আল হাসান’ বা ‘শোরুম আল হাসান’ উপাধি নিয়ে সমালোচনাকে পাত্তা দেননি।
যদিও বাংলাদেশের জার্সিতে গত এক বছরে খেলতে পারেননি, তবুও প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে একেবারেই বিচ্ছিন্ন নন সাকিব। তিনি পাকিস্তান সুপার লিগ (পিএসএল), ক্যারিবীয় প্রিমিয়ার লিগ (সিপিএল) সহ বিশ্বের বিভিন্ন টি-টেন টুর্নামেন্টে খেলেছেন। এই মাসের শুরুতে টি-টোয়েন্টি সংস্করণে হওয়া যুক্তরাষ্ট্রে মাইনর লিগ ক্রিকেটে (এমআইএলসি) আটলান্টা ফায়ারের জার্সিতে চ্যাম্পিয়ন হয়েছেন সাকিব।
আটলান্টা ফায়ারের ব্যাটার সাগর প্যাটেল ক্রিকবাজকে বলেন, ‘সে হাসছিল। বাচ্চার মতো মনে হচ্ছিল। আমাদের সঙ্গে খেলাটা সে উপভোগ করছিল. ভালোবেসেই খেলেছিল আমাদের সঙ্গে। সব সময় মজা করছিল আমার সঙ্গে।’
উল্লেখ্য, ওয়ানডেতে এখন পর্যন্ত এক ভেন্যুতে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড সাকিবের। মিরপুরে ৮৯ ওয়ানডেতে ৪.০৮ ইকোনমিতে তিনি ১৩১ উইকেট নিয়েছেন, যেখানে তিনি পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরামকে পেছনে ফেলেছেন। শারজায় ওয়াসিম আকরাম ৭৭ ওয়ানডেতে ৩.৫৫ ইকোনমিতে নিয়েছিলেন ১২২ উইকেট।