
ডেস্ক নিউজঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তাদের আলোচনায় বাণিজ্য ও রাশিয়া থেকে তেল আমদানির বিষয়টি প্রধানভাবে উঠে আসে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।
মঙ্গলবার (২২ অক্টোবর) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমরা অনেক বিষয়ের আলোচনা করেছি। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল দ্বিপক্ষীয় বাণিজ্য।’
উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ভারত রাশিয়া থেকে ছাড়ে জ্বালানি কিনছে, যা পশ্চিমা দেশগুলোর উদ্বেগ বাড়িয়েছে। বর্তমানে রুশ তেলের প্রধান ক্রেতা দেশগুলোর মধ্যে ভারত অন্যতম।
ট্রাম্প প্রশাসন সম্প্রতি রাশিয়ার ওপর অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ বজায় রাখতে ভারতের প্রতি তীব্র অবস্থান নিয়েছে। রুশ তেল কেনা কমাতে না পারলে ভারতীয় রপ্তানিপণ্যের ওপর শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
দুদিন আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি ভারত রুশ তেল কেনা বন্ধ না করে, তাহলে তাদের পণ্যের ওপর বিপুল পরিমাণ শুল্ক আরোপ করা হবে।’
ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর শুল্ক বাড়ানো শুরু করেছে। আগস্টে টেক্সটাইল, ওষুধ ও গাড়ির যন্ত্রাংশসহ একাধিক খাতে আমদানি শুল্ক ৫০ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন।
তিনি আরও বলেন, ভারত যদি রাশিয়া থেকে তেল আমদানি কমাতে না পারে, তাহলে এই শুল্ক অপরিবর্তিত থাকবে বা আরও বাড়তে পারে।