
খেলাধুলা ডেস্কঃ মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের ছয় উইকেট নিয়েলেন রিশাদ হোসেন। এর মাধ্যম বাংলাদেশের প্রথম স্পিনার হিসেবে ওয়ানডেতে ৬ উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি। ক্যারিয়ারসেরা বোলিংয়ের পর দ্বিতীয় ওয়ানডেতেও তিনটি উইকেট নিয়েছেন রিশাদ। দুই ম্যাচে ৯ উইকেট নেয়া ডানহাতি লেগ স্পিনারের পারফরম্যান্সের প্রভাব পড়েছে আইসিসির ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়েও।
বুধবার প্রকাশিত র্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়েছেন তিনি। ৪৩০ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের স্পিনার আছেন ৬৬ নম্বরে। তার সঙ্গে আছেন জুনায়েদ সিদ্দিকী ও কালিম সানা।
বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও উজ্জ্বল ছিলেন রিশাদ। প্রথম ম্যাচে দুর্দান্ত ব্যাটিংয়ে দুইশ স্ট্রাইক রেটে খেলেছিলেন ১৩ বলে ২৬ রানের ইনিংসে।
দ্বিতীয় ওয়ানডেতে আরও মারকুটে ছিলেন ডানহাতি এই ব্যাটার। সমান তিনটি করে ছক্কা ও চারে ১৪ বলে ৩৯ রান করে অপরাজিত ছিলেন ২৭৮ স্ট্রাইক রেটে।
ব্যাটে-বলে এমন পারফরম্যান্স করে ওয়ানডে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়েও এগিয়েছেন তিনি। ৮৭ ধাপ এগিয়ে ৩৭ নম্বরে উঠে এসেছেন রিশাদ।