
এসএম বদরুল আলমঃ অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে তাঁর স্ত্রী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ফাহিমা খাতুনের সম্পদ তদন্তে নোটিশ জারি করেছে সংস্থাটি।
দুদকের উপসহকারী পরিচালক আবু মোহাম্মদ আনোয়ারুল মাসুদ বাদী হয়ে গত মঙ্গলবার (৭ অক্টোবর) মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।
অভিযোগে বলা হয়েছে, মোকতাদির চৌধুরী জ্ঞাত আয় উৎসের বাইরে অবৈধভাবে ২ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৩২৪ টাকার সম্পদ অর্জন করেছেন এবং তা নিজের দখলে রেখেছেন। পাশাপাশি, তিনি ও তাঁর নামে খোলা ছয়টি ব্যাংকের আটটি হিসাবে ২৪ কোটি ৮৯ লাখ ৭১ হাজার ৬৫৩ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুদক।
অন্যদিকে, তাঁর স্ত্রী ফাহিমা খাতুনের বিরুদ্ধেও জ্ঞাত আয় উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৫০ লাখ ২ হাজার ৬০১ টাকার সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। এ কারণে দুদক আইন, ২০০৪-এর ২৬(১) ধারায় তাঁর বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে, গত ১৫ মে আদালত মোকতাদির চৌধুরী ও তাঁর স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন। গত বছরের ৩১ সেপ্টেম্বর রাতে রাজধানীর শেওড়াপাড়া এলাকা থেকে মোকতাদির চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে, ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।