
সুন্দরবন প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরের এক জেলে সুন্দরবনে কাঁকড়া আহরণের সময় স্ট্রোক করে মারা গেছেন। নিহত ব্যক্তির নাম খলিল মোল্লা (৬০)। তিনি শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ছোট ভেটখালী গ্রামের বাসিন্দা ও মৃত আক্কাস মোল্লার ছেলে।
রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় সুন্দরবনের ফিরিঙ্গি নদীর কুকুমারী এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার সকালে মরদেহটি লোকালয়ে পৌঁছায়।
প্রায় ৩৫-৪০ বছর ধরে খলিল মোল্লা সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করে আসছিলেন। প্রতিবেশী শামীম মোড়ল জানান, ১৭ অক্টোবর কদমতলা স্টেশন থেকে বৈধ অনুমতি নিয়ে তারা কাঁকড়া ধরতে যান এবং কুকুমারী এলাকায় অবস্থান করছিলেন। রোববার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খলিল মোল্লা। পরে স্থানীয় জেলেদের সহায়তায় তাকে নিয়ে ফিরে আসার চেষ্টা করা হলেও পথেই তিনি মারা যান।
সহযাত্রী আল-আমিন মোড়ল বলেন, অসুস্থ হওয়ার পরপরই আশপাশের নৌকা ডেকে সহায়তা নেওয়া হয়, কিন্তু সময়মতো চিকিৎসা না পাওয়ায় খলিল মোল্লার জীবন রক্ষা করা সম্ভব হয়নি।
বন বিভাগের কদমতলা স্টেশন কর্মকর্তা সোলাইমান হোসেন জানান, খলিল মোল্লা বৈধ পাস-পারমিট নিয়ে আরও দুই জেলে আল-আমিন মোড়ল ও নূর হোসেনের সঙ্গে সুন্দরবনে যান। ফিরে এসে তারা জানান, খলিল মোল্লা স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন।
নিহতের মরদেহ সোমবার বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং এশার নামাজের পর জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।