
খেলাধুলা ডেস্কঃ সিরিজ জয়ের মিশনে ব্যাটিংয়ে নেমে ক্যারিবীয়দের বিপক্ষে দারুণ শুরু করে বাংলাদেশ। সৌম্য সরকার আর সাইফ হাসানের দুর্দান্ত ওপেনিং জুটিতে ১৫০ রানের ঘর পেরিয়ে ছুটছে টাইগাররা।
এই রিপোর্ট লেখ পর্যন্ত বাংলাদেশের স্কোর কার্ডে যোগ হয়েছে ১৬১ রান। সাইফ ও সৌম্য দু’জনেই ছিলেন অপরাজিত।
দুই ওপেনারের অসাধারণ ব্যাটিংয়ে তৃতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ ব্যাটে ১৫.৩ ওভারেই ১০০ রানের ঘর পেরিয়ে যায়।
দুই দল একটি করে ম্যাচ জেতায় আজকের ম্যাচটি সিরিজ নির্ধারণী ম্যাচ। অলিখিত ফাইনাল। শান্ত-মিরাজরা প্রস্তুত সিরিজ জয় নিশ্চিত করতে। অন্যদিকে সিরিজ জয় করতে মরিয়া ক্যারিবীয়রাও।