
নিজস্ব প্রতিবেদকঃ ধর্ম মন্ত্রণালয় ১৪৪৭ হিজরি (২০২৫-২০২৬) সালে পবিত্র ওমরাহ কার্যক্রম পরিচালনার জন্য ৫৬টি এজেন্সিকে শর্তসাপেক্ষে অনুমোদন প্রদান করেছে। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুমোদিত এজেন্সিগুলোর চতুর্থ তালিকা প্রকাশ করা হয়, যা পবিত্র ওমরাহ পরিচালনায় সরকারি অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত।
ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. তফিকুল ইসলাম স্বাক্ষরিত শর্তাবলীতে উল্লেখ করা হয়েছে যে, ওমরাহ এজেন্সিগুলোকে সরকার ও সৌদি আরবের রাজকীয় সরকারের মধ্যে সম্পাদিত চুক্তি এবং সমঝোতা স্মারকের সঙ্গে সামঞ্জস্য রেখে কার্যক্রম পরিচালনার নির্দেশ দেয়া হয়েছে। এ বিষয়ে মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ক্ষমতা রাখে।
তালিকাভুক্ত ওমরাহ এজেন্সিগুলোকে নির্দিষ্টকৃত সরকারি কোটা অনুসারে এক হাজার জনের বেশি ওমরাহযাত্রী প্রেরণ করার অনুমতি দেওয়া হবে না। এছাড়া, এজেন্সিগুলোকে নিয়ম ও শর্তাবলী মেনে কার্যক্রম পরিচালনা করতে হবে।
ওমরাহ সফরের জন্য এজেন্সি নিবন্ধন ও অনুমোদনের এই প্রক্রিয়াটি দেশের ধর্মীয় পর্যটন ও সৌদি আরবের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনুমোদিত এজেন্সিগুলো নিয়মিত তদারকি ও মান বজায় রেখে যাত্রীদের সুষ্ঠু ও নিরাপদ ওমরাহ অভিজ্ঞতা নিশ্চিত করার দায়িত্বে থাকবে।
এর আগে ধর্ম মন্ত্রণালয় ৩টি তালিকা প্রকাশ করেছিলো, যা সফলভাবে পরিচালিত হওয়ায় এবার নতুন করে ৫৬টি প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়েছে। এই উদ্যোগ ধর্ম পর্ষদ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ধর্মীয় পর্যটন খাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে নেয়া হয়েছে।