
বিনোদন ডেস্কঃ চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও সংসদ সদস্য আলমগীর হোসেন কাঞ্চন বর্তমানে শারীরিক অসুস্থতায় ভুগছেন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই গুণী শিল্পী। তার শারীরিক অবস্থা নিয়ে নানা গুঞ্জনের মাঝেই মুখ খুললেন কিংবদন্তি অভিনেত্রী রোজিনা।
শনিবার (১১ অক্টোবর) একান্ত সাক্ষাৎকারে রোজিনা বলেন,
“কাঞ্চন ভাই এখন চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। আল্লাহর রহমতে অবস্থা স্থিতিশীল। আমরা নিয়মিত খোঁজ রাখছি, তার দ্রুত সুস্থতা কামনা করছি।”
তিনি আরও জানান, কাঞ্চনের পাশে পরিবার, সহকর্মী এবং ভক্তরা সবসময় আছেন। সবার দোয়া ও ভালোবাসায় কাঞ্চন দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
কাঞ্চনের অসুস্থতার খবরে দেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। চলচ্চিত্রাঙ্গনের সহকর্মীরা প্রতিদিন খোঁজ নিচ্ছেন তার চিকিৎসার আপডেট।
উল্লেখ্য, কাঞ্চন দীর্ঘদিন ধরেই চলচ্চিত্রে সক্রিয় থাকার পাশাপাশি সামাজিক কাজেও যুক্ত। তিনি নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনসহ বিভিন্ন সচেতনতা কার্যক্রমে অংশ নিয়েছেন।
সবার প্রিয় এই অভিনেতার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রোজিনা সহ তার পরিবার ও ঘনিষ্ঠজনেরা।