
খেলাধুলা ডেস্কঃ সাংহাই মাস্টার্স টেনিসে গ্র্যান্ড স্ল্যামের রেকর্ডধারী নোভাক জোকোভিচ পরাজয় ঘটিয়েছেন একেবারেই অখ্যাত প্রতিপক্ষ ভ্যালেন্তিন ভাশেরো। র্যাঙ্কিংয়ের ২০৪ নম্বরে থাকা এই মোনাকোবাসী খেলোয়াড় সেমিফাইনালে সরাসরি সেটে ৬-৩, ৬-৪ ব্যবধানে জয় ছিনিয়ে নেন।
বয়স ও পিঠের চোটে ভুগতে থাকা জোকোভিচ কাঙ্ক্ষিত পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হন। ফলে জোকোভিচ পরাজয় সাংহাই মাস্টার্সে রীতিমতো টেনিস বিশ্বে চমক সৃষ্টি করে। এটিপি মাস্টার্স ১০০০ সিরিজে এত নিম্ন র্যাঙ্কের কোনো খেলোয়াড় এর আগে কখনো ফাইনালে পৌঁছাননি।
ম্যাচ শেষে ভাশেরো বলেন, “নোভাকের বিপক্ষে কোর্টে নামা ছিল অবিশ্বাস্য অভিজ্ঞতা। আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে জিতেছি।”
ফাইনালে ভাশেরোর প্রতিপক্ষ আর কেউ নন, তাঁরই কাজিন আর্থার রিন্দারকনেশ, যিনি অন্য সেমিফাইনালে রাশিয়ার তারকা দানিয়েল মেদভেদেভকে পরাজিত করেন।