
নিজস্ব প্রতিবেদকঃ ফেনীতে কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে সাবেক দলিল লেখক মীর মোহাম্মদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১৩ অক্টোবর) রাতে দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেন।
অভিযুক্ত মীর মোহাম্মদ ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের জোয়ারকাছাড় মজলিশপুর গ্রামের আবু বক্কর ছিদ্দিকের ছেলে। বর্তমানে তিনি ফেনী শহরের রামপুর এলাকায় বসবাস করছেন।
দুদক সূত্রে জানা যায়, দলিল লেখক হিসেবে কর্মরত থাকার সময় মীর মোহাম্মদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের বাইরে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। এ অভিযোগের ভিত্তিতে দুদক প্রাথমিক অনুসন্ধান পরিচালনা করে। অনুসন্ধানে দেখা যায়, ২০২৩ সালের ৮ আগস্ট দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে মীর মোহাম্মদ ১ কোটি ৮৩ লাখ ২৭ হাজার ৫৭৬ টাকার সম্পদের তথ্য গোপন করে মিথ্যা তথ্য দিয়েছেন।
এছাড়া, তিনি জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৩২ লাখ ৩৪ হাজার ৩৩ টাকার সম্পদ অবৈধভাবে অর্জন করে ভোগদখল করেছেন। এসব অপরাধ দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় শাস্তিযোগ্য।
এ পরিপ্রেক্ষিতে গত ১২ অক্টোবর দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তী বাদী হয়ে মীর মোহাম্মদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
চিন্ময় চক্রবর্তী জানান, দুদকের অনুমোদন সাপেক্ষে মামলাটি করা হয়েছে। তদন্ত চলাকালে ঘটনার সঙ্গে অন্য কারও সংশ্লিষ্টতা বা নতুন কোনো তথ্য পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তা তদন্তে অন্তর্ভুক্ত করা হবে বলে তিনি উল্লেখ করেন।