
নিজস্ব প্রতিবেদকঃ কৃষি ও এসএমই খাতে ঋণ বিতরণ বাড়াতে ব্যাংকগুলোর জন্য নিরাপত্তা সঞ্চিতির হার কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে এসব খাতে ঋণ প্রদানে ব্যাংকগুলো আরও উৎসাহিত হবে এবং পরিচালন মুনাফায় ইতিবাচক প্রভাব পড়বে। গতকাল সোমবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত স্বল্পমেয়াদি কৃষিঋণ এবং কুটির, মাইক্রো ও ক্ষুদ্র (CMS) শিল্প উদ্যোগ খাতে প্রদত্ত অশ্রেণীকৃত ঋণের বিপরীতে ১ শতাংশ হারে নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ করতে হবে।
আগের নিয়মে কী ছিল?
এর আগে এসব খাতে স্ট্যান্ডার্ড (standard) অবস্থায় থাকা ঋণের বিপরীতে ১ শতাংশ এবং স্পেশাল মেনশন অ্যাকাউন্ট (SMA) অবস্থায় থাকা ঋণের বিপরীতে ৫ শতাংশ হারে নিরাপত্তা সঞ্চিতি রাখতে হতো।
কেন এই সিদ্ধান্ত?
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, স্বল্পমেয়াদি কৃষিঋণ এবং সিএমএসএমই (কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ) খাতে ঋণ বিতরণে ব্যাংকগুলোকে উৎসাহিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে ব্যাংকগুলোর ঝুঁকি সংরক্ষণের চাপ কিছুটা কমবে এবং এই খাতগুলোতে অর্থপ্রবাহ বাড়বে। ব্যাংকারদের দাবি ও আলোচনার প্রেক্ষাপট এই সিদ্ধান্তের পেছনে রয়েছে ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)–এর সুপারিশ। গত মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় এবিবির প্রতিনিধিরা এই প্রস্তাব দেন। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক তা বিবেচনা করে গতকাল প্রজ্ঞাপন আকারে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়।
ব্যাংকগুলোর লাভ কী?
নিরাপত্তা সঞ্চিতি মূলত ব্যাংকের পরিচালন মুনাফা থেকে সংরক্ষণ করতে হয়। সঞ্চিতির হার কমায় এখন ব্যাংকগুলো কম অর্থ জমা রেখে বেশি ঋণ বিতরণ করতে পারবে, ফলে তাদের মুনাফা বাড়বে এবং কৃষি ও এসএমই খাতে ঋণপ্রবাহ আরও গতিশীল হবে।