
ডেস্ক নিউজঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দেশের মানুষ যেন শাপলার শহীদদের ভুলে না যায় তার জন্য শাপলা চত্বরে শহীদদের নাম স্থায়ী অবকাঠামোতে লিখে রাখার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করেছে।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০১৩ সালের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাযজ্ঞ এবং ২০২১ সালের মার্চ মাসে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সংঘটিত হত্যাযজ্ঞে শহীদ পরিবারের সদস্যদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এসময় আসিফ মাহমুদ শহিদদের স্বীকৃতি প্রদান করে শহীদ পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
তিনি বলেন, ‘পরাজিত ফ্যাসিবাদী শক্তি শাপলার ঘটনা ও শহীদদের নিয়ে সবকিছুতেই প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে। ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।’
তিনি আরও বলেন, ‘শহীদদের রক্ত বৃথা যায় না, শাপলার ৫ মে আর ’২৪ এর ৫ আগস্ট একই সুতোয় গাথা।’
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৫৮ শহীদ পরিবারের হাতে চেক তুলে দেওয়া হয়।