
এসএম বদরুল আলমঃ বেনাপোল কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকে ঘুষের টাকাসহ ধরা পড়ার ঘটনায় সাময়িকভাবে বরখাস্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১৪ অক্টোবর) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সই করা প্রজ্ঞাপনের মাধ্যমে তার বরখাস্তের আদেশ জারি করা হয়।
এর আগে ৬ অক্টোবর দুর্নীতি দমন কমিশন (দুদক) যশোর সমন্বিত কার্যালয়ের কর্মকর্তারা শামীমার সহযোগী ও স্থানীয় এক এনজিও কর্মী হাসিবুর রহমানকে ২ লাখ ৭৬ হাজার টাকাসহ হাতেনাতে আটক করেন। পরে তদন্তে শামীমা আক্তারের সম্পৃক্ততার প্রমাণ মেলে। ৭ অক্টোবর তাকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়।
দুদকের মামলার এজাহারে বলা হয়েছে, বেনাপোল কাস্টম হাউসে কর্মরত রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ঘুষ লেনদেনের কাজে দীর্ঘদিন ধরে এনজিও কর্মী হাসিবুর রহমানকে ব্যবহার করতেন। হাসিবুর সিএন্ডএফ এজেন্টদের কাছ থেকে ফাইল অনুমোদনের বিনিময়ে ঘুষ আদায় করে শামীমার কাছে পৌঁছে দিতেন। দুদকের অভিযানে ঘটনাস্থল থেকে ঘুষের টাকাসহ হাসিবুরকে আটক করা হয় এবং টাকার উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যায়।
জিজ্ঞাসাবাদে শামীমা আক্তার স্বীকার করেন যে তিনি হাসিবুরকে ব্যক্তিগতভাবে চেনেন এবং অভিযানের দিন তার সঙ্গে দু’বার ফোনে কথা বলেছেন। দুদকের তদন্তে আরও জানা গেছে, শামীমা ২০২৫ সালের আগস্ট ও সেপ্টেম্বর মাসে বিকাশের মাধ্যমে হাসিবুরকে টাকা পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।
ঘুষের ঘটনায় অভিযুক্ত হওয়ায় সরকারি চাকরি আইন ২০১৮-এর ৩৯(২) ধারা অনুযায়ী ৭ অক্টোবর থেকে শামীমা আক্তারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। বরখাস্তের সময় তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।