
নিজস্ব প্রতিবেদকঃ গণপূর্ত অধিদপ্তরের ই/এম বিভাগ-৫ এর নির্বাহী প্রকৌশলী তামজিদ হোসেন সম্প্রতি ই/এম কারখানা বিভাগে পোস্টিং নিতে জোর তৎপরতা শুরু করেছেন বলে জানা গেছে।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, তার সরাসরি ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রভাবশালী তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ কায়কোবাদ সম্প্রতি পদোন্নতি পেয়ে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হয়েছেন। তিনি গণপূর্ত অধিদপ্তরের বর্তমান প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ কায়কোবাদকে ঘিরে গঠিত প্রভাবশালী সিন্ডিকেটের অন্যতম সদস্য হিসেবে পরিচিত।
সেই সূত্র ধরে তামজিদ হোসেন কারখানা বিভাগে লোভনীয় পদায়ন নিশ্চিত করতে কায়কোবাদের পরামর্শে প্রধান প্রকৌশলী শামীম আখতারের দপ্তরে যান এবং সেখানে নাকি মোটা অঙ্কের অর্থ লেনদেনের প্রস্তাবও দেন।
অন্যদিকে, কারখানা বিভাগের বর্তমান নির্বাহী প্রকৌশলী ইউসুফকে ঢাকার বাইরে বদলি করার পর থেকেই ওই পদে বসার জন্য তামজিদের তৎপরতা আরও বেড়ে যায়। ই/এম বিভাগ-৫ এ দায়িত্ব পালনের সময় তার বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে বলেও জানা গেছে।
এ বিষয়ে তামজিদ হোসেনের বক্তব্য জানতে একাধিকবার তার মোবাইলে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে তার মন্তব্য জানা সম্ভব হয়নি।