
এসএম বদরুল আলমঃ কর ফাঁকির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দুই কর পরিদর্শকের ব্যাংক ও মেয়াদি আমানত (এফডিআর) হিসাব জব্দ করেছে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট (আইটিআইআইইউ)। তারা হলেন কর অঞ্চল-১২ এর কর্মকর্তা মোহাম্মদ রুবেল দর্জি এবং কর অঞ্চল-৫ এর কর্মকর্তা সাইদুর রহমান।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, রুবেল দর্জির স্ত্রী জান্নাতুল ফেরদৌস ও তার বাবা জামাল উদ্দিন দর্জির ব্যাংক হিসাবও ফ্রিজ করা হয়েছে। তাদের নামে একটি ব্যক্তিগত গাড়ি এবং গাজীপুরের কাপাসিয়া উপজেলায় প্রায় সাড়ে চার একর জমি রয়েছে।
অন্যদিকে, সাইদুর রহমানের স্ত্রী জান্নাতুল ফেরদৌসীর ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে। আয়কর গোয়েন্দা ইউনিটের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, কর অঞ্চল-৫-এ কর্মরত থাকাকালীন সাইদুর রহমান নানা অনিয়মে জড়িত ছিলেন। সম্প্রতি এই দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে।