
বিনোদন ডেস্কঃ দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় থ্রিলার ও ড্রামা সিরিজ ‘স্কুইড গেম’-এর প্রধান চরিত্রে অভিনয় করা অভিনেতা লি বিয়ং হুন সম্প্রতি ইনস্টাগ্রামে বলিউড সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন, “শাহরুখ খানের সঙ্গে দেখা করে নিজেকে ধন্য মনে করছি।”
এই ছবি ভাইরাল হওয়ার পর থেকেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে জল্পনা—তাহলে কি শাহরুখ খানকে দেখা যাবে ‘স্কুইড গেম’-এর ভবিষ্যৎ কোনো সিজনে? ইনস্টাগ্রামের মন্তব্যবক্সে কেউ লিখেছেন, “এরা একসঙ্গে কাজ করলে পর্দায় আগুন লাগবে।” কেউ আবার সরাসরি প্রশ্ন রেখেছেন, “শাহরুখ কি ‘স্কুইড গেম’-এ নাম লেখাতে চলেছেন?”
রিয়াদ জয় ফোরামে তারকাদের মিলনমেলা
ছবিটি তোলা হয়েছে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত জয় ফোরাম ২০২৫-এ। এই আন্তর্জাতিক আয়োজনে একই মঞ্চে উপস্থিত ছিলেন শাহরুখ খান, লি বিয়ং হুন ছাড়াও বলিউড তারকা সালমান খান, আমির খান এবং বিশ্বখ্যাত ইউটিউবার মি. বিস্ট ও বাস্কেটবল কিংবদন্তি শাকেইল ও’নিল।
এই মঞ্চে বিশ্ববিনোদন জগতের নানা বড় মুখ একসঙ্গে আসায় এমনিতেই আলোচনার কেন্দ্রে ছিল ফোরামটি। তার মধ্যে শাহরুখ ও লি বিয়ং হুনের এই মুহূর্তটি আলাদাভাবে নজর কেড়েছে।
‘স্কুইড গেম’ তারকা ও কিং খানের সম্ভাবনা?
লি বিয়ং হুন ‘স্কুইড গেম’-এ রহস্যময় ও কর্তৃত্বপূর্ণ ‘ফ্রন্ট ম্যান’ চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক খ্যাতি পান। মুখোশ পরা এই চরিত্রটি খেলার নিয়ম রক্ষা ও শাস্তি প্রয়োগের জন্য বিশেষভাবে পরিচিত। তাই বলিউডের কিং খানের সঙ্গে তার সাক্ষাৎ ভবিষ্যতের কোনো কোলাবোরেশনের ইঙ্গিত দিচ্ছে কি না, তা নিয়েই উঠছে প্রশ্ন।
শাহরুখ খানের পরবর্তী প্রজেক্ট ‘কিং’
অন্যদিকে, শাহরুখ খান বর্তমানে তার পরবর্তী চলচ্চিত্র ‘কিং’-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন। জানা গেছে, এই ছবিতে প্রথমবারের মতো তার কন্যা সুহানা খান বাবার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। ছবিতে আরও থাকছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, অনিল কাপুর ও জ্যাকি শ্রফ।
পরিচালনায় রয়েছেন ‘পাঠান’ খ্যাত সিদ্ধার্থ আনন্দ।
যদিও এখন পর্যন্ত ‘স্কুইড গেম’ বা অন্য কোনো আন্তর্জাতিক প্রজেক্টে শাহরুখ খানের যুক্ত হওয়ার বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবুও এই দুই তারকার মিলন আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় ও কোরিয়ান বিনোদনের সম্ভাব্য সহযোগিতার নতুন দরজা খুলে দিতে পারে।